যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা জায়ান্ট বোয়িং এবং কোরিয়ান এয়ার প্রায় ৩৬ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি ঘোষণা করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের ওয়াশিংটন সফরের সঙ্গে মিল রেখে ২৫ আগস্ট চুক্তিটি ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বাণিজ্য অংশীদারদের মার্কিন কোম্পানির ব্যবসায়িক কর্মকান্ড বাড়ানোর চাপ দিচ্ছেন। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বৈঠকে বসার কয়েক ঘণ্টা পর চুক্তিটি ঘোষণা করা হয়।
দুই দেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, কোরিয়ান পতাকাবাহী এয়ারলাইন্সটির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি এটি। এই চুক্তিতে ৭৮৭, ৭৭৭ এবং ৭৩৭ যাত্রীবাহী বিমান অন্তর্ভুক্ত রয়েছে।
এতে থাকবে ৫০টি বোয়িং ৭৩৭-১০ যাত্রীবাহী বিমান এবং ৪৫টি দীর্ঘ পাল্লার জেট। এছাড়াও কোরিয়ান এয়ার আটটি ৭৭৭-৮ ফ্রেইটার কার্গো বিমানও কিনবে। বোয়িং জানিয়েছে, এই চুক্তি যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ ৩৫ হাজার কর্মসংস্থানকে সহায়তা করবে।
প্রসঙ্গত, জুলাই মাসে এশিয়ান এই দেশটির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়।
সোর্স: খবরের কাগজ
মন্তব্য করুন: