ভারতীয় পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী ২৭ আগস্ট রাত ১২টার পর থেকেই।
শুল্ক কার্যকরের দুই দিন আগে ২৫ আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চাপের মুখে কোন আপস করবে না তার সরকার।
২৫ আগস্ট আহমেদাবাদের নিকোল এলাকায় এক জনসভায় তিনি বলেন, ‘যত চাপই আসুক না কেন, ভারত তা মোকাবেলা করার জন্য শক্তি বৃদ্ধি করে যাবে।’ প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, তার সরকার কখনই ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং পশুপালকদের ক্ষতি হতে দেবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে।
এদিকে, ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ভারত।
সোর্স: আমার দেশ
মন্তব্য করুন: