[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২

ইসরাইল এখন বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফাইল ছবি

ইসরাইলি শাসনব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসনব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

২৬ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।  প্রতিবেদনে বলা হয়েছে,খামেনির অফিসিয়াল পেজে ইমাম রেজা (আ.)-এর শোক অনুষ্ঠানে তার উদ্ধৃতি দিয়ে হিব্রু ভাষায় একটি টুইট করা হয়েছে।  

এতে লেখা হয়েছে, ‘আজ, আমাদের শত্রু  ইহুদিবাদী শাসনব্যবস্থা, বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা। জাতিসমূহ এই সরকারকে ঘৃণা করে, এমনকি অনেক রাষ্ট্রও এর নিন্দা করে।’

এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল, তা ছিল ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের ‘আনুগত্যে বাধ্য করা’। তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী, সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে। 

সোর্স: যুগান্তর    

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর