যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়ে নতুন নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৫ আগস্ট স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, ‘যদি কেউ পতাকা পোড়ায়, তাকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কোনো ছাড় বা আগাম মুক্তি নেই।’
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, বিদেশি নাগরিকরা পতাকা পোড়ালে তাদের ভিসা বাতিল ও বহিষ্কার করা হবে।
যদিও ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে পতাকা পোড়ানোকে প্রথম সংশোধনীর আওতায় সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে ঘোষণা করা হয়েছিল।
এদিকে, বাকস্বাধীনতা রক্ষায় কাজ করা সংগঠনগুলো এরই মধ্যে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ফায়ার নামের একটি সংগঠন জানায়, ‘সরকার সংবিধান প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করতে পারে না।’
সোর্স: রূপালী বাংলাদেশ
মন্তব্য করুন: