আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। ৫ আগস্ট স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরকাশি জেলার ধারালি গ্রামে এই ঘটনা ঘটে।
রাজ্যটির উত্তরকাশী জেলায় এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও নয় সেনাসহ নিখোঁজ প্রায় অর্ধশতাধিক। হড়কা বানে ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ন এলাকা।
স্থানীয়দের শঙ্কা- ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছে। এছাড়াও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি এলাকাটির কাছাকাছি ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে, প্লাবিত হয় আশপাশের এলাকা।
হারশিল এলাকায় স্রোতে ভেসে যায় সেনা ক্যাম্প। সেনাসহ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। নিখোঁজদের খুঁজে বের করতে যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা।
ভারতে হিমালয় সংলগ্ন রাজ্যগুলোয় কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। বিপৎসীমা ছাড়িয়েছে একাধিক নদীর পানির উচ্চতা। পুলিশ, সেনাবাহিনী এবং এনডিআরএফ ও এসডিআরএফ-এর মতো দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর জরুরি দলগুলোকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
সোর্স: যুমনা
মন্তব্য করুন: