গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের সাবেক ছয় শতাধিক নিরাপত্তা প্রধান। ৩ আগস্ট ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিন বেট প্রধান আমি আয়ালন এবং সাবেক উপ-সেনাপ্রধান মাতান ভিলনাই। তারা প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
চিঠিতে আরো বলা হয়, ইসরাইলি সেনাবাহিনী বলপ্রয়োগের মাধ্যমে তার তিনটি লক্ষ্যের মধ্যে দুটি এরইমধ্যে অর্জন করেছে। আর তাহলো হামাসের সামরিক গঠন এবং শাসনব্যবস্থা ভেঙে ফেলা। আর তৃতীয় লক্ষ্য সকল ইসরাইলি বন্দিকে ফিরিয়ে আনা, তা কেবলমাত্র একটি চুক্তির মাধ্যমেই অর্জন করা যেতে পারে।
চিঠিতে বলা হয়, ‘গাজা যুদ্ধ বন্ধ করুন।’ এবং বন্দিদের ফিরিয়ে আনুন । ট্রাম্পের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন, ‘আপনি লেবাননে এটি করেছেন। এখন গাজাতেও এটি করার সময় এসেছে।’
নিরাপত্তা প্রধানরা বলেছেন, ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নেতানিয়াহুকে ‘সঠিক পথে’ পরিচালিত করার ক্ষমতার ওপর।
সোর্স: আমার দেশ
মন্তব্য করুন: