[email protected] রবিবার, ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটক করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ফাইল ছবি

গাজায় সাহায্য পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা করা জাহাজ ‘হান্দালা’র আয়োজক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটক করেছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল গাজা উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দূরে অবস্থিত ছিল।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) রাত ১১টা ৪৩ মিনিটে ইসরায়েলি বাহিনী জাহাজের সব ক্যামেরা বিচ্ছিন্ন করে দেয়ার পর থেকে হান্দালার সাথে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংগঠনটির বক্তব্য, ‘অস্ত্রহীন এই জাহাজটি যখন গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা নিয়ে যাচ্ছিল, তখন ইসরাইলি বাহিনী জাহাজে জবরদখল করে, যাত্রীদের অপহরণ করে এবং মালামাল জব্দ করে। এই আটক করা হয়েছে গাজার ফিলিস্তিনি জলসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায়, যা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের লঙ্ঘন।’

জাহাজটিতে ১২টি দেশের ২১ জন মানবাধিকার কর্মী ছিলেন। হান্দালায় বহন করা হচ্ছিল গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা, যার মধ্যে ছিল শিশু খাদ্য, ডায়াপার, খাদ্যসামগ্রী ও ওষুধ।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর