[email protected] শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২

জাপানের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

কয়েক মাস আলোচনার পর অবশেষে জাপানের সাথে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র।

দেশটির রফতানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন।

স্থানীয় সময় ২২ জুলাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান, এ চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক বলবৎ থাকবে।

আর যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান। চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও বেশকিছু কৃষিসামগ্রীসহ মার্কিন বিভিন্ন পণ্যের জন্য জাপান তার বাজার উন্মুক্ত করবে বলেও জানান তিনি। যা লাখ লাখ কর্মসংস্থান তৈরি করবে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন । বুধবার তিনি বলেন, ‘জাপানের শুল্ক হার ২৫ শতাংশ বৃদ্ধি করার কথা ছিল, তা ১৫ শতাংশে রাখা হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন সংখ্যা।’

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর