[email protected] শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২

ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, প্রাণহানি অন্তত ৬০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এ দুর্ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। ১৭ জুলাই দেশটির পূর্বাঞ্চলের কুত শহরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ওয়াসিত প্রদেশের গর্ভনর জানান, নিহতদের মধ্যে ৫৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে একজনের শরীর এতোটাই দগ্ধ হয়ে গেছে যে, ডিএনএ টেস্ট করতে হবে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচ তলা একটি ভবনে দাউদাউ করে জ্বলছে আগুন। তা নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রথমতলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

তবে গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে তদন্তের প্রাথমিক ফলাফল। ভবনের মালিক এবং মলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। চালু হওয়ার মাত্র ৫ দিনের মাথায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো শপিংমলটি।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর