 
                                                                        
                                    সুপারইন্টেলিজেন্স তৈরির লক্ষ্যে প্রযুক্তি ইতিহাসে সবচেয়ে দক্ষ ও প্রতিভাবান একটি দল গঠনের পাশাপাশি হাজারও কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা।
সোমবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান মেটার প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ।
তিনি জানান, বিশ্লেষক সংস্থা সেমিঅ্যানালাইসিস সম্প্রতি জানিয়েছে, মেটা প্রথম কোম্পানি হিসেবে ১ গিগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটিং ক্লাস্টার চালু করতে যাচ্ছে।
জাকারবার্গ আরও বলেন, আমরা একাধিক মাল্টি-গিগাওয়াট ক্লাস্টার তৈরি করছি। প্রথমটির নাম রাখা হয়েছে ‘প্রমিথিউস’, যা ২০২৬ সালে চালু হবে। পাশাপাশি ‘হাইপারিয়ন’ নামে আরও একটি ক্লাস্টার তৈরি হচ্ছে, যা কয়েক বছরের মধ্যে ৫ গিগাওয়াট পর্যন্ত স্কেল-আপ করতে পারবে।
তিনি উল্লেখ করেন, মেটা ভবিষ্যতে আরও অনেক ‘টাইটান ক্লাস্টার’ গড়ে তুলবে, যাদের প্রত্যেকটির পরিসর ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান। মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবস হবে কম্পিউটিং শক্তির দিক থেকে শিল্পের শীর্ষে ও গবেষকপ্রতি কম্পিউটিং ক্ষমতাও অন্যান্যদের তুলনায় অনেক বেশি হবে।
সোর্স: জাগোনিউজ২৪.কম
মন্তব্য করুন: