ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১৩ জুলাই মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সারাদিন ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন’।
তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট ইউক্রেনে পাঠাবেন, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। তবে জানান, ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে।
তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলেও পুতিন সে বিষয়ে তার উদ্যোগকে পাত্তা দেননি—এ কারণে তিনি রুশ নেতার ওপর বিরক্ত।
এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন, যা ট্রাম্পকে এমন ক্ষমতা দেবে যাতে তিনি রাশিয়াকে সহায়তা প্রদানকারী দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন।
গ্রাহাম বলেন, এই কংগ্রেসনাল প্যাকেজ প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি ‘স্লেজহ্যামার’ দেবে যুদ্ধ শেষ করার জন্য। তিনি চাইলে এটাকে শূন্য কিংবা ৫০০, যেকোনো মাত্রায় নিতে পারবেন। এতে তিনি সর্বোচ্চ কৌশলগত নমনীয়তা পাবেন।
সোর্স: বাংলানিউজ২৪.কম
মন্তব্য করুন: