যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই চীনের ওপর শুল্ক আরোপ করেছেন, যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ফেন্টানাইলের মতো ভয়াবহ ও প্রাণঘাতী মাদক যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে চীনের ভূমিকা।
তবে বেইজিংয়ের পক্ষ থেকে বরাবরই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ফেন্টানাইল সংকট "যুক্তরাষ্ট্রের সমস্যা" এবং চীন এই বিষয়ে ইতিমধ্যেই ব্যাপক কাজ করেছে।
গত মার্চ মাসে ট্রাম্প প্রশাসন যখন ফেন্টানাইল- সম্পর্কিত শুল্ক বাড়িয়ে চীনের সমস্ত আমদানির উপর ২০% করে, তখন চীনের একজন মুখপাত্র বলেন, "আমরা সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে সাথে বাস্তবসম্মত সহযোগিতার জন্য প্রস্তুত।
তবে, ফেন্টানাইল ইস্যুকে অজুহাত করে যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ সষ্টি, হুমকি এবং ব্ল্যাকমেল করার তীব্র বিরোধিতা করছি।
কয়েক মাস পেরিয়ে গেলেও এই শুল্ক এখনেও বলবৎ আছে। অন্যান্য শুল্ক কিছুটা শিথিল হলেও বেইজিং এখন এই ইস্যুটির প্রতি মনোযোগ দিচ্ছে এবং আরও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছে।
সোর্স: dbcnews
মন্তব্য করুন: