[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে ইউক্রেন ইস্যু থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫ ১৪:০৪ পিএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আর এই প্রক্রিয়ায় থাকবেনা। শুক্রবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে মানুষ মারা যাচ্ছে। আমরা এটা থামাতে চাই। কিন্তু যদি কোনো এক পক্ষ এটা খুব কঠিন করে তোলে তাহলে আমরা বলব, তোমরা বোকার মতো আচরণ করছো, তোমরা ভয়ংকর মানুষ এবং এরপর আমরা সরে যাব।‘ খবর বিবিসি।

ট্রাম্প আরো বলেন, তিনি আলোচনার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দিচ্ছেন না। তবে চান এটা দ্রুত শেষ হোক।

এর আগে, ইউরোপীয় নেতাদের সঙ্গে প্যারিসে এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েক দিনের মধ্যেই যদি স্পষ্ট অগ্রগতি না দেখা যায়, তাহলে যুক্তরাষ্ট্র আলোচনার প্রক্রিয়া থেকে সরে আসবে। ‘আমরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে এই চেষ্টায় থাকব না,’ বলেন রুবিও।

রাশিয়ার চলমান হামলার মধ্যে শুক্রবার ইউক্রেনের খারকিভ ও সুমি শহরে দুইজন নিহত ও ১০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এদিকে, একটি যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত দিয়েছে মস্কো।

ট্রাম্প আগে বলেছিলেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্বে ফিরে আসার ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করবেন। তবে এখন পর্যন্ত পূর্ণ যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই দায়ী করছে এই অচলাবস্থার জন্য।

তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধ শেষ করার ব্যাপারে তিনি এখনো আশাবাদী।

সোর্স: বণিক বার্তা




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর