[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

চলতি বছরেই ‘স্থায়ী শান্তি’ অর্জনে আশাবাদী জেলেনস্কি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ১৩:০৩ পিএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ঘণ্টার ফোনালাপে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প এ আলোচনা সম্পর্কে ট্রুথ সোশ্যালে বলেন, এই আলাপের লক্ষ্য ছিল উভয় পক্ষের চাহিদা ও অনুরোধসমূহকে সমন্বয় করা। খবর বিবিসি।

জেলেনস্কি ফোনালাপকে ‘ইতিবাচক, খোলামেলা ও অর্থবহ’ উল্লেখ করে জানান, আমেরিকার নেতৃত্বে এই বছরই দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব।

তারা রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মার্কিন মালিকানার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। জেলেনস্কি স্বীকার করেছেন যে, এটি পুনরায় চালু করতে দুই বছরের বেশি সময় লাগতে পারে এবং এটি ইউক্রেন ও ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলেনস্কি জানান, ওয়াশিংটনের মধ্যস্থতায় জ্বালানি, রেল ও বন্দর স্থাপনার ওপর হামলা বন্ধের আংশিক যুদ্ধবিরতি সম্ভব। তবে মস্কো শর্ত ভঙ্গ করলে ইউক্রেন প্রতিশোধ নেবে।

ট্রাম্প ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেতে সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া, প্রযুক্তিগত দল শিগগিরই সৌদি আরবে বৈঠক করবে যাতে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি প্রসারিত করা যায়, যা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির প্রথম ধাপ হতে পারে।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর