[email protected] বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

হিটলার থেকে অনুপ্রাণিত ছিলেন দুতার্তে, আইসিসির পরোয়ানায় গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানীর ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি গ্রেফতার হন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে গ্রেফতার করা হল। দেশটির সরকার জানিয়েছে, হংকং থেকে ফেরার পর আজ ম্যানিলার বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তিনি ক্ষমতায় থাকাকালে মাদকবিরোধী অভিযানের নামে দেশটির হাজার হাজার নাগরিককে নির্বিচারে হত্যা করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশে ফেরার দিনক্ষণের দিকে খেয়াল রেখেই সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আইসিসির নোটিশ জারি করেন প্রসিকিউটর জেনারেল। সেই ধারাবাহিকতায় এদিন ভোরে আইসিসির কাছ থেকে গ্রেফতারি পরোয়ানার আনুষ্ঠানিক কপি পায় ইন্টারপোল। এর ভিত্তিতেই তাকে গ্রেফতার করে কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।

সোর্স: বণিক বার্তা

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর