[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

চুড়ান্ত রেডলাইন ঘোষনা করল ইরানের বিপ্লবী গার্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

ছবি : সংগৃহীত

ইরানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক সরকারবিরোধী গণবিক্ষোভ চলছে। আন্দোলন দমনে কড়া অবস্থান নিয়েছে দেশটির ক্ষমতাধর নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জাতীয় নিরাপত্তা ও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জনকে ‘রেডলাইন’ ঘোষণা করে সরকারি সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর পরই তেহরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা আসে। ইরান সরকার এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরানের উপকণ্ঠ কারাজসহ বিভিন্ন শহরে অস্থিরতা অব্যাহত রয়েছে। কোথাও পৌর ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার খবরও প্রচার করা হয়েছে।

প্রথমে অর্থনৈতিক সংকট থেকে শুরু হলেও এখন বিক্ষোভকারীরা সরাসরি ধর্মীয় শাসনব্যবস্থার অবসান দাবি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট জারি রেখেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর