[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

নতুন এক যুদ্ধের সুত্রপাত করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে।

শনিবার ভোরে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচ দিয়ে যুদ্ধবিমানের মতো উড়োজাহাজ চলাচলের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে বিস্ফোরণ ও বিমান হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন অবগত ছিল। আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস কোনো বিবৃতি না দিলেও কর্মকর্তারা হামলার নির্দেশের বিষয়টি স্বীকার করেছেন।

মাদুরো সরকারকে চাপের মুখে ফেলতে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ জোরদার করেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর দেশটির তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মানবাধিকার সংগঠনগুলো সাম্প্রতিক মার্কিন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর