অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একপাক্ষিক নির্ভরতা কমিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে পাকিস্তান–এর সঙ্গে সম্পর্ক উষ্ণ করার উদ্যোগ জোরালো হয়েছে। এর ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা–করাচি সরাসরি বিমান যোগাযোগ।
পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এই রুটে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকেই সরাসরি ফ্লাইট শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খানের ভাষ্য অনুযায়ী, করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। একসময় নিয়মিত চলাচল থাকা এই রুট পুনরায় চালু হওয়াকে দুই দেশের কূটনৈতিক ও যোগাযোগ সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন: