যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলপন্থি একাধিক নির্বাহী আদেশ বাতিল করেছেন জোহরান মামদানি। এ সিদ্ধান্তে ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা প্রশংসা জানালেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল সরকার।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রথম কার্যদিবসে মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামস–এর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেন। ওই আদেশগুলোর একটি ছিল ইসরাইল বয়কটবিরোধী বিধিনিষেধ, যা শহরের কর্মকর্তাদের বৈষম্যমূলক চুক্তিতে অংশ নিতে নিষেধ করেছিল।
এ ছাড়া বাতিল হওয়া আরেক আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের বিতর্কিত ইহুদি–বিদ্বেষ সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। ফিলিস্তিনপন্থিদের মতে, এই সংজ্ঞা ইসরাইলের নীতির সমালোচনা দমনে ব্যবহৃত হচ্ছিল।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের নিউইয়র্ক শাখা সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘ইহুদি–বিদ্বেষ উসকে দেওয়ার শামিল’ বলে আখ্যা দিয়েছে।
মন্তব্য করুন: