ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর-এর ঢাকায় উপস্থিতিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন বার্তা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, দীর্ঘদিনের একমুখী নীতির বাইরে এসে নয়াদিল্লি এবার ঢাকাকে নতুনভাবে মূল্যায়ন করতে চাইছে।
বুধবার বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে জয়শংকর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নরেন্দ্র মোদি-র পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেন। চিঠিতে মোদি খালেদা জিয়ার সঙ্গে ২০১৫ সালের সাক্ষাতের স্মৃতিচারণা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন।
ঢাকা সফর শেষে জয়শংকর বলেন, খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ভবিষ্যৎ অংশীদারিত্বে অনুপ্রেরণা জোগাবে। এদিকে তাঁর মৃত্যুতে শোক জানাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাবেন বলে জানা গেছে।
সব মিলিয়ে ভারতের এই কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে, পুরনো রাজনৈতিক নির্ভরতার বাইরে এসে বর্তমান বাস্তবতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী নয়াদিল্লি।
মন্তব্য করুন: