ক্রমাগত কমে আসা জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের গর্ভনিরোধক পণ্যের ওপর ১৩ শতাংশ বিক্রয় কর কার্যকর হয়েছে। এর বিপরীতে, তরুণ প্রজন্মকে সন্তান গ্রহণে উৎসাহ দিতে শিশু যত্ন ও বিয়ে সংক্রান্ত সেবাকে করমুক্ত ঘোষণা করেছে সরকার।
এই কর সংস্কারের ফলে ১৯৯৪ সাল থেকে চালু থাকা বেশ কিছু করছাড় বাতিল হয়ে গেছে। নব্বইয়ের দশকে এক সন্তান নীতি কার্যকর থাকার সময় জনসংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক পণ্যগুলো করমুক্ত রাখা হয়েছিল। প্রায় ৩২ বছর পর সেই সুবিধা তুলে নিল বেইজিং।
সরকারি তথ্য অনুযায়ী, টানা তিন বছর ধরে চীনে জন্মহার কমছে। ২০২৪ সালে দেশটিতে জন্ম নিয়েছে মাত্র ৯৫ লাখ ৪০ হাজার শিশু, যা এক দশক আগের তুলনায় প্রায় অর্ধেক। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি ও কর্মক্ষম জনশক্তির ঘাটতি ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
তবে কনডমে কর আরোপের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ব্যাপক সমালোচনা চলছে। অনেকের মতে, গর্ভনিরোধকের দাম বাড়িয়ে জন্মহার বাড়ানো বাস্তবসম্মত নয়। বিশেষজ্ঞরাও সতর্ক করে বলছেন, এতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, চড়া জীবনযাত্রার ব্যয় ও সন্তান লালন-পালনের খরচ কমানো ছাড়া জন্ম সংকটের সমাধান কঠিন।
মন্তব্য করুন: