[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

সেভেন সিস্টার্স ভেঙে নতুন দেশ? পান্নুনের মানচিত্রে উদ্বিগ্ন ভারত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চল দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগের কেন্দ্রবিন্দু। ভৌগোলিক বিচ্ছিন্নতা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, জাতিগত সংঘাত ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে অঞ্চলটি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে ভারত সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ওঠানামার প্রভাবও সরাসরি পড়ে এই অঞ্চলে।

এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছেন খালিস্তানি নেতা গুরু পতবন্ত সিং পান্নুন। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই শিখ নেতা সম্প্রতি ভারতের একটি বিকল্প মানচিত্র প্রকাশ করেন, যেখানে আসাম ও মেঘালয়ের বড় অংশসহ মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ড মিলিয়ে একটি নতুন দেশের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কল্পিত দেশের নাম তিনি রেখেছেন ‘ট্রাম্পল্যান্ড’। একই মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীন–এর অংশ হিসেবে দেখানো হয়।

পেশায় আইনজীবী পান্নুন শিখস ফর জাস্টিস–এর প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে পাঞ্জাবকে কেন্দ্র করে খালিস্তান রাষ্ট্র গঠনের ডাক দিয়ে আসছেন। বিদেশে বসে খালিস্তান রেফারেন্ডামের আয়োজন এবং লাখো অনুসারীর উপস্থিতি ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র–এর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই ধরনের তৎপরতা নতুন কৌশলগত চাপে পরিণত হতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর