চীন তাদের সবচেয়ে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেনের মাধ্যমে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছে। মাত্র দুই সেকেন্ডে ট্রেনটির গতি উঠে যায় ঘণ্টায় ৭০০ কিলোমিটারে, যা এখন পর্যন্ত সুপারকন্ডাক্টিং বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেনের সর্বোচ্চ গতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা ৪০০ মিটার দীর্ঘ একটি বিশেষ ম্যাগলেভ ট্র্যাকে প্রায় এক টন ওজনের যানটি দিয়ে এই পরীক্ষা চালান। সর্বোচ্চ গতি অর্জনের পর ট্রেনটিকে নিরাপদভাবে থামানো হয়। পরীক্ষার ভিডিওতে দেখা যায়, ট্রেনটি চোখের পলকে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, পেছনে রেখে যাচ্ছে হালকা কুয়াশার রেখা।
ট্রেনটি শক্তিশালী সুপারকন্ডাক্টিং ম্যাগনেটের সাহায্যে ট্র্যাকের ওপর ভেসে চলে, ফলে ঘর্ষণ প্রায় শূন্যে নেমে আসে। গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে দূরবর্তী শহরগুলোকে কয়েক মিনিটে সংযুক্ত করতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এই সাফল্য শুধু পরিবহন নয়, মহাকাশ ও বিমান প্রযুক্তিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
মন্তব্য করুন: