যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের র্যান্ডম লটারি পদ্ধতি বাতিল করে নতুন একটি নির্বাচন প্রক্রুিয়া চালু করা হচ্ছে, যেখানে উচ্চ দক্ষতা ও বেশি বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুন নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে এবং এটি ২০২৭ অর্থবছরের এইচ-১বি ভিসা নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো মার্কিন কর্মীদের মজুরি, কর্মপরিবেশ ও চাকরির সুযোগ সুরক্ষা করা। বিভাগটির মতে, বর্তমান লটারি ব্যবস্থা অনেক ক্ষেত্রে অপব্যবহারের শিকার হয়েছে, যেখানে কম বেতনে বিদেশি কর্মী আনার প্রবণতা দেখা গেছে।
নতুন ব্যবস্থায় দক্ষতা ও বেতনের ভিত্তিতে ওজনযুক্ত নির্বাচন পদ্ধতি চালু হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) জানিয়েছে, এতে কংগ্রেসের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে এবং যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে।
এইচ-১বি ভিসার বার্ষিক কোটা ৬৫ হাজার অপরিবর্তিত থাকছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা থাকবে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনে ভারতীয় পেশাজীবীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন।
মন্তব্য করুন: