[email protected] শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
১২ পৌষ ১৪৩২

রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করল পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) শেয়ার বিক্রির নিলামে ৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলারে ৭৫ শতাংশ শেয়ার কিনেছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

২৩ ডিসেম্বর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচারিত নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। একাধিক দফা দরপত্রের পর ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপির সর্বোচ্চ দর দিয়ে বিজয়ী হয় আরিফ হাবিব গ্রুপ। চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগও থাকবে তাদের।

নিলাম শুরুর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, এটি পাকিস্তানের ইতিহাসের অন্যতম বড় লেনদেন, তাই স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। নিলামে লাকি সিমেন্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১৩৪ বিলিয়ন রুপি এবং এয়ার ব্লু ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি দর দেয়।

এর আগে ২০২৩ সালে পিআইএ বেসরকারিকরণের চেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘদিন লোকসান, নিরাপত্তা সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত সংস্থাটির ঘুরে দাঁড়াতে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর