দেশে একের পর এক ভূমিকম্পে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী চার দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক রেজাউল করিম জানান, ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সোমবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল ছাড়তে বলা হয়েছে।
উপাচার্য আরও জানান, ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো পরীক্ষা–নিরীক্ষার জন্য একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞ দল ভবনের নিরাপত্তা যাচাই করে ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে। এ সময় ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ও ভূমিকম্পের আশঙ্কায় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। পুনরায় ছোট ছোট কম্পন অনুভূত হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থানকে ঝুঁকিপূর্ণ মনে করছেন।
মন্তব্য করুন: