[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা তুলনামূলক অগভীর হওয়ায় আশপাশের এলাকায় দ্রুত কম্পন অনুভূত হয়। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় ইন্দোনেশিয়ায় নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। বিশেষজ্ঞরা মনে করেন, এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় সতর্কতা সবসময়ই জরুরি, কারণ ছোট কম্পন অনেক সময় বড় ভূমিকম্পের পূর্বসংকেত হতে পারে।

এদিকে একই দিনে মিয়ানমারেও ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় রোববার সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই কম্পন আন্দামান সাগরে উৎপন্ন হয়ে মিয়ানমারসহ থাইল্যান্ডের কিছু অংশে অনুভূত হয়।

এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় ধারাবাহিক ভূমিকম্প হওয়ায় পুরো অঞ্চলে ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর