[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৫ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলে নতুন চিঠি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রধান ভরসা হয়ে উঠেছে ইন্টারপোল। সরকার ইতোমধ্যেই সংস্থাটিকে দুই দফা চিঠি পাঠিয়েছে, কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্রাইব্যুনালের রায়ের কপি হাতে পেলেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনকে নতুন করে চিঠি পাঠানো হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ২০১৩ সালের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেই চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। ২০১৬ সালের সংশোধনীতে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে প্রত্যর্পণ সহজ করার কথা বলা হলেও দিল্লি সে পথে কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশের আগের অনুরোধেও ভারত কর্ণপাত করেনি। ফলে ইন্টারপোলের মাধ্যমেরেড নোটিশজারি করানোর বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে।

আইজিপি . বাহারুল আলম জানিয়েছেন, ইন্টারপোলকে পাঠানো আগের চিঠিতে এখন যুক্ত হবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের তথ্য। রায়ের কপি হাতে পেলেই নতুন চিঠি পাঠানো হবে। পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, দুইভাবেই চেষ্টা চলছেপ্রত্যর্পণ চুক্তি কিংবা অপরাধী হিসেবে ফেরত আনা। যেহেতু শেখ হাসিনা বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামি, তাই তাকেঅপরাধী হিসেবেইফেরত আনার সম্ভাবনা বেশি।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর