কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা সম্প্রতি এপস্টেইনের বিশাল নথিপত্র থেকে উদ্ধার করা নতুন কিছু ই-মেইল প্রকাশ করেছেন
যেগুলোতে দাবি করা হয়েছে, ট্রাম্প এপস্টেইনের যৌন নির্যাতনের ঘটনাগুলোর বিষয়ে জানতেন এবং কিছু ভুক্তভোগী মেয়ের সম্পর্কেও অবগত ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রকাশিত এসব ই-মেইলে এপস্টেইন, তাঁর সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল ও লেখক মাইকেল উলফের কথোপকথন অন্তর্ভুক্ত আছে। বেশ কয়েকটি ই-মেইলে এপস্টেইন ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেছেন। ২০১১ সালের এপ্রিলের একটি ই-মেইলে তিনি লেখেন, “যে কুকুরটা এখনো ঘেউ ঘেউ করেনি, সে হচ্ছে ট্রাম্প।” এরপর আরেকটি বার্তায় দাবি করা হয়, এক তরুণী ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছে, যদিও ট্রাম্প কখনো তার নাম প্রকাশ করেননি। জবাবে ম্যাক্সওয়েল লিখেছিলেন, “আমি আসলে এটা নিয়েই ভাবছিলাম…”।
ডেমোক্র্যাটরা বলেছেন, এসব ই-মেইল “ট্রাম্প ও এপস্টেইনের ভয়াবহ অপরাধের প্রমাণ।” তবে এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ট্রাম্পের বিরুদ্ধে এপস্টেইন বা ম্যাক্সওয়েল–সংশ্লিষ্ট কোনো অপরাধমূলক তদন্ত শুরু করেনি।
কয়েক মাস আগে ট্রাম্প প্রশাসন মামলাটি বন্ধ ঘোষণা করে দাবি করেছিল—আর কোনো তথ্য প্রকাশের নেই। তবে চার মাস পর নতুন তথ্য সামনে আসায় পরিস্থিতি আবার আলোচনায় এসেছে। ট্রাম্প অতীতে বলেছেন, তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছু জানতেন না এবং ২০০৪ সালের পর তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। হোয়াইট হাউস নতুন নথি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
মন্তব্য করুন: