জীবনে একবার হলেও পবিত্র হজ পালনের স্বপ্ন থাকে প্রতিটি মুসলমানের। আর সেই স্বপ্ন যদি একসঙ্গে পরিবারের ভাইবোন মিলে পূরণ করা যায়, তার চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে! মিশরে ঘটেছে তেমনই এক আবেগঘন ঘটনা। এক পরিবারের তিন ভাইবোন একসঙ্গে হজের লটারি জিতে ফেলেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিশরে হজ ২০২৬-এর জন্য অনুষ্ঠিত লটারির সরাসরি ড্র অনুষ্ঠানে ঘটে এই বিরল ঘটনা। প্রথমে বড় বোনের নাম ঘোষণার পর তাঁর বড় ভাই আবেগে মাটিতে সিজদায় লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ঘোষক তাঁর নামও ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই ছোট বোনের নাম উচ্চারণ করা হলে উপস্থিত সবাই বিস্ময় ও আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
মিশরের হজ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ কম্পিউটারাইজড লটারির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে লাখো আবেদনকারীর মধ্যে মাত্র সীমিতসংখ্যক আবেদনকারী নির্বাচিত হন। তাই একই পরিবারের তিনজনের একসঙ্গে নির্বাচিত হওয়াকে দেশটির অনেকেই “অলৌকিক সৌভাগ্য” বলে বর্ণনা করেছেন।
লটারির এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকে একে “আল্লাহর বিশেষ অনুগ্রহ” হিসেবে উল্লেখ করেছেন। আগামী বছর প্রায় ৫০ হাজার মিশরীয় হজযাত্রীর সঙ্গে এই তিন ভাইবোন পবিত্র হজ পালন করবেন।
মন্তব্য করুন: