বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে সম্প্রচারিত একটি তথ্যচিত্র ঘিরে তীব্র বিতর্কের পর মহাপরিচালক টিম ডেভি ও সংবাদপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। ‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স’ শিরোনামের ওই তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনা করে তাঁকে ক্যাপিটল হিলে হামলায় উসকানি দিয়েছেন বলে উপস্থাপন করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত ফাঁস হওয়া এক চিঠিতে অভিযোগ ওঠে, ট্রাম্পের দুই আলাদা সময়ের বক্তব্য একত্র করে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পের প্রকৃত বক্তব্য বিকৃত হয়, যা ‘সম্পাদকীয় মান লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হচ্ছে।
টারনেস তাঁর বিবৃতিতে বলেন, “প্যানোরমা বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি বিবিসিকে ক্ষতিগ্রস্ত করছে। আমি চূড়ান্ত দায় নিচ্ছি।” অন্যদিকে, টিম ডেভি বলেন, “বিবিসি ভালো কাজ করছে, তবে কিছু ভুল হয়েছে, যার দায়ভার আমাকে নিতে হবে।”
এই ঘটনা এমন সময় ঘটেছে, যখন ব্রিটিশ সরকার বিবিসির রয়্যাল চার্টার পুনর্মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এটি বিবিসির ইতিহাসে অন্যতম বড় সম্পাদকীয় সংকট।
এদিকে, ডেভির উত্তরসূরি হিসেবে শার্লট মুর, জেমস হার্ডিং ও জে হান্টের নাম শোনা যাচ্ছে। ডেভি ছিলেন বিবিসির ১৭তম মহাপরিচালক, যিনি ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন।
মন্তব্য করুন: