ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাচালা শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। দেশটির কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে।
৯ নভেম্বর এ দাঙ্গার খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, সকালে নতুন সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে বন্দিদের পুনর্বিন্যাস প্রক্রিয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। প্রথম দফায় চারজন বন্দি নিহত হওয়ার পর দুপুরে পরিস্থিতি আরও সহিংস রূপ নেয়।
কারাগার প্রশাসন এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে, ঘটনাটি প্রতিদ্বন্দ্বী গ্যাং ও মাদকচক্রের আধিপত্যের লড়াইয়ের জেরে ঘটেছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সরকারের কঠোর আইনশৃঙ্খলা নীতির মধ্যেও দেশজুড়ে কারাগারে সহিংসতা অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে শত শত বন্দি নিহত হয়েছেন। মাত্র দুই মাস আগে একই মাচালা কারাগারে সংঘর্ষে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছিলেন। তারও আগে উত্তরাঞ্চলের এসমেরালদাসে আরেক দাঙ্গায় ১৭ জনের প্রাণহানি ঘটে।
নতুন এই হত্যাযজ্ঞে দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে, যা সরকারের কারাগার সংস্কার নীতি নিয়ে প্রশ্ন তুলেছে।
মন্তব্য করুন: