মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক অন্তত ২ হাজার ডলার করে ‘লভ্যাংশ’ পাবেন। তিনি বলেন, এই শুল্কনীতি দেশের অর্থনীতিকে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করবে।
সিবিএস নিউজ জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “যারা শুল্কের বিরোধিতা করে তারা একেবারে বোকা! উচ্চ আয়ের মানুষ ছাড়া সবাই কমপক্ষে ২ হাজার ডলার পাবে।”
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শুল্কের প্রাথমিক প্রভাব হবে সরকারের রাজস্ব বৃদ্ধি, তবে দীর্ঘমেয়াদে লক্ষ্য শিল্প পুনরুজ্জীবন এবং বাণিজ্যের ভারসাম্য ফিরিয়ে আনা। তার ভাষায়, “এটি টাকা তোলার বিষয় নয়, অর্থনৈতিক ভারসাম্য আনা।” তিনি আরও বলেন, ট্রাম্পের প্রতিশ্রুত লভ্যাংশ বিভিন্ন রূপে দেওয়া হতে পারে, যেমন কর কমানো বা বাতিল করা।
অন্যদিকে, শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, বিদেশি পণ্যে শুল্ক বাড়ানো মানে ভোক্তা ও ব্যবসার ওপর অতিরিক্ত আর্থিক চাপ। বিষয়টি সুপ্রিম কোর্টেও গড়িয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস মন্তব্য করেন, প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি যদি কংগ্রেসের কর আরোপ ক্ষমতার ওপরে চলে যায় তবে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে।
তবে ট্রাম্পের দাবি, শুল্ক নীতির কারণেই বিদেশি ব্যবসাগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে।
মন্তব্য করুন: