তেহরান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরাইল-ইরান যুদ্ধ চলাকালে গোপনে সেনা পাঠিয়েছিল জার্মানি। দেশটির পার্লামেন্টের অনুমোদন ছাড়াই এই সেনা মোতায়েন সংবিধানবিরোধী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ইসরাইলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন করে বলেন, আত্মরক্ষার অধিকার থেকেই ইরানকে লক্ষ্য করা হয়। কিন্তু ইরানের দাবি, ইসরাইলের হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হলেও, আন্তর্জাতিক পরমাণু সংস্থা (IAEA) কখনও প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, তেল আবিবে অবস্থানরত কিছু জার্মান সেনা ইসরাইলি অভিযানে সরাসরি অংশ নেয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য এই তথ্য ইরানি গোয়েন্দাদের দিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
তেহরান মনে করছে, বার্লিন শুধু কূটনৈতিক নয়, সামরিকভাবেও ইরানবিরোধী ভূমিকা রেখেছে।
মন্তব্য করুন: