ভারতের মধ্যপ্রদেশে অন্তত ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ‘কোল্ডরিফ’ নামের একটি কফ সিরাপে বিষাক্ত দ্রাবক ডাইথাইলিন গ্লাইকোল (৪৮.৬%) পাওয়া গেছে। এই পদার্থ সাধারণত শিল্পকারখানায় ব্যবহৃত হয় এবং কিডনি বিকল করে মৃত্যুর কারণ হতে পারে।
সিরাপটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তামিলনাড়ুর ‘শ্রীসান ফার্মাসিউটিক্যালস’-এর মালিক রঙনাথান গোবিন্দানকে বুধবার রাতে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিষমিশ্রিত ওষুধ তৈরি, হত্যাচেষ্টা ও শিশুদের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনার পাশাপাশি রাজস্থানেও দুটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অতীতেও গাম্বিয়া, উজবেকিস্তান ও কাশ্মীরে ভারতীয় কফ সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ উঠেছিল।
সমালোচকেরা বলছেন, দুর্বল নিয়ন্ত্রণ, অনুমোদনহীন উৎপাদন ও অগ্রহণযোগ্য বাজারচর্চার কারণেই এই মৃত্যুগুলো ঘটছে বারবার।
মন্তব্য করুন: