[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

মধ্যপ্রদেশে একের পর এক শিশুর মৃত্যু, আবারও কফ সিরাপের মরণফাঁদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে অন্তত ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় ‘কোল্ডরিফ’ নামের একটি কফ সিরাপে বিষাক্ত দ্রাবক ডাইথাইলিন গ্লাইকোল (৪৮.৬%) পাওয়া গেছে। এই পদার্থ সাধারণত শিল্পকারখানায় ব্যবহৃত হয় এবং কিডনি বিকল করে মৃত্যুর কারণ হতে পারে।

সিরাপটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তামিলনাড়ুরশ্রীসান ফার্মাসিউটিক্যালস’-এর মালিক রঙনাথান গোবিন্দানকে বুধবার রাতে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিষমিশ্রিত ওষুধ তৈরি, হত্যাচেষ্টা শিশুদের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনার পাশাপাশি রাজস্থানেও দুটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। অতীতেও গাম্বিয়া, উজবেকিস্তান কাশ্মীরে ভারতীয় কফ সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ উঠেছিল।

সমালোচকেরা বলছেন, দুর্বল নিয়ন্ত্রণ, অনুমোদনহীন উৎপাদন অগ্রহণযোগ্য বাজারচর্চার কারণেই এই মৃত্যুগুলো ঘটছে বারবার।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর