[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রথম ধাপের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি সশস্ত্র বাহিনী (আইডিএফ) গাজা থেকে সেনা সরানোর অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে যে রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে তারা চুক্তির বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা সম্পাদন করছে।

প্রস্তুতির মধ্যে রয়েছে সামনের মোতায়েন লাইনগুলোর পুনঃঅভিযোজন সেনা-সামরিক সরঞ্জাম স্থানান্তরের ব্যবস্থা করা। আইডিএফ স্পষ্ট করেছে যে এটি আংশিক স্থানান্তর সমন্বিত পর্যায়ে করা হবে এবং সবকিছু রাজনৈতিক সিদ্ধান্ত মাঠের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর