[email protected] শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
২৪ আশ্বিন ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাশ স্পেনের পার্লামেন্টে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে আইনি অস্ত্র নিষেধাজ্ঞা পাস করেছে ইউরোপের দেশ স্পেন। বুধবার পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৭৮টি এবং বিপক্ষে ১৬৯টি। এ পদক্ষেপের মাধ্যমে ২০২৩ সাল থেকে কার্যকর থাকা নিষেধাজ্ঞা এবার আইনি রূপ পেল।

গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র সমালোচক স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইসরায়েলের ওপর চাপ তৈরির অংশ হিসেবে শুধু অস্ত্র নয়, সামরিক সরঞ্জামবাহী বিমান জাহাজের স্পেনের আকাশ বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

স্পেন এখন থেকে কোনো সামরিক পণ্য, দ্বৈত-ব্যবহারের প্রযুক্তি বা সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি ইসরায়েলে রফতানি বা আমদানি করবে না।
এর পাশাপাশি, পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে আসা পণ্য আমদানি এবং সেই পণ্যের বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন সরকার।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর