ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসে বাস চাপা পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভিলুগাট এলাকায় ঘুমারউইন-মারোটান রুটে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সুপার সন্দীপ ধাওয়াল জানিয়েছেন, ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। জীবিত কেউ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন কি না, তা জানতে অভিযান চলছে। টানা বৃষ্টি ও দুর্বল পাহাড়ি ঢাল ভূমিধসের কারণ।
উদ্ধারকাজে ব্যস্ত রয়েছে স্থানীয় প্রশাসন, এনডিআরএফ ও ফায়ার সার্ভিস। তবে টানা বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন: