[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরাইলের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

এখন যেন আমেরিকাকেও তোয়াক্কা করছে না ইসরায়েল, ট্রাম্পের প্রতিশ্রুতির পর ও একবারের জন্যেও গাজায় গনহত্যা থামায়নি দখলদার ইসরায়েল। বরং এর পর যেন গনহত্যা আরও বাড়িয়েছে তারা।

গাজায় যুদ্ধের দুই বছরে এসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা চলবে। তাঁর মতে, হামাস শাসনের অবসান, সব জিম্মির মুক্তি এবং গাজাকে তেল আবিবের জন্য হুমকিমুক্ত করাই যুদ্ধের লক্ষ্য।

অন্যদিকে, মঙ্গলবার গাজার শুজায়া দারাজ এলাকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় বহু প্রাণহানি হয়েছে।

অবস্থায় হামাসের শীর্ষ মধ্যস্থতাকারী খালিল আল-হাইয়া বলেন, "ইসরাইলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করা যায় না। তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করেনি, ইতিহাস সেটার প্রমাণ।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী, জিম্মিদের মুক্তি নিয়ে একটি চুক্তি শিগগিরই সম্পন্ন হবে।

এদিকে যুদ্ধ বন্ধে মিশরে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে উভয়পক্ষ, তবে বাস্তবে গাজায় সহিংসতা থামছে না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর