চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্য এখন চীনের বাইরে তাদের সবচেয়ে বড় বাজার। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে তাদের গাড়ি বিক্রি বেড়েছে ৮৮০%।
সেই মাসে তারা বিক্রি করেছে ১১,২৭১টি গাড়ি, যার বেশিরভাগই ‘সিল ইউ’ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। যুক্তরাজ্যে চীনা ইভির ওপর এখনো বাড়তি শুল্ক নেই, যা এই সাফল্যের অন্যতম কারণ।
এসএমএমটি জানায়, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড ছাড়িয়েছে ব্যাটারিচালিত গাড়ি ৭৩ হাজার এবং হাইব্রিড বিক্রি বেড়েছে আরও দ্রুত হারে।
বিওয়াইডি বর্তমানে ব্রিটিশ গাড়ি বাজারে ৩.৬% অংশীদার। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১০০তম খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছে এবং আরও নতুন মডেল আনার পরিকল্পনা রয়েছে।
সপ্তাহের সেরা বিক্রি হওয়া গাড়ির তালিকায় বিওয়াইডি ও আরেক চীনা মডেল জায়াকু ৭ জায়গা করে নিয়েছে। তবে এখনও বাজারের বড় অংশজুড়ে রয়েছে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি।
মন্তব্য করুন: