[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

শহিদুল আলমের ‘কনসেন্স’সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজার ওপর থাকা নৌ অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে তাদের লক্ষ্য অর্জনে বাধা দেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। বুধবার টাইমস অব ইসরাইল জানায়, জাহাজ ও যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে জানায়, “আইনি অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে।” যাত্রীদের নিরাপদ ও সুস্থ অবস্থায় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে ফ্লোটিলা পক্ষ জানায়, গাজাগামী অবস্থায় ইসরাইলি বাহিনী তাদের উপর আক্রমণ চালায় এবং কয়েকটি জাহাজ আটক করে। কিছুদিন আগে আরেক নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র ৪০টির বেশি জাহাজ ও শতাধিক যাত্রীও আটক হয়েছিল।

ফ্রিডম ফ্লোটিলার অন্যতম যাত্রী ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। তিনি ‘কনসেন্স’ নামক নৌযানে ছিলেন। সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪৭৯ জনের বেশি যাত্রী ইতিমধ্যে নিজ নিজ দেশে ফেরত গেছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর