[email protected] বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২

আলবেনিয়ায় আদালতে বিচারককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

আলবেনিয়ার রাজধানী তিরানার আপিল আদালতে বিচার চলাকালীন এক ভয়াবহ ঘটনায় বিচারক অ্যাস্ট্রিট কালাজা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানিকালে আসামিপক্ষের একজন আদালতের ভেতরেই বিচারককে লক্ষ্য করে গুলি চালান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পথেই বিচারকের মৃত্যু হয়।

হামলায় বাদী পক্ষের বাবা ছেলেও গুলিবিদ্ধ হন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ ৩০ বছর বয়সী সন্দেহভাজন এলভিস শকাম্বিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তার চাচা মামলার এক আসামি এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আদালতের দায়িত্বে থাকা ৬৩ বছর বয়সী নিরাপত্তারক্ষীকেও আটক করা হয়েছে, যিনি ধাতব ডিটেক্টর থাকা সত্ত্বেও বন্দুকধারীকে থামাননি।

ঘটনার পর হামলাকারী নিজেই পিস্তল জমা দেন। পুলিশ ধারণা করছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর