[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশিদের জন্য বাড়ছে ভারতীয় ভিসা ইস্যুর হার: বিক্রম মিশ্রি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুর হার আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে ভারতের একটি বড় ভিসা কার্যক্রম রয়েছে, যা এখনও বিশ্বের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর একটি। যদিও ২০২৩ সালের ৫ আগস্টের কিছু ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রমে কিছুটা সীমাবদ্ধতা এসেছিল, বর্তমানে তা আগের চেয়ে অনেক বেশি সক্রিয়।

তিনি জানান, ভবিষ্যতে আরও বেশি ভিসা ইস্যু করা হবে এবং বাংলাদেশ-ভারতের জনসংযোগ আরও সহজ হবে।

ভারত সরকারের আমন্ত্রণে ডিকাবের ২৩ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে দিল্লি সফরে রয়েছে। সফরে তারা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর