সৌদি আরব ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক চুক্তিকে ‘ইসলামী ন্যাটো’র ভিত্তিপ্রস্তর হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ভারতের নিরাপত্তার জন্য এটিকে বিপদ সংকেত হিসেবে চিহ্নিত করছেন অনেকে। বিশ্লেষকদের মতে, এ চুক্তি মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতার প্রমাণ, যা মধ্যপ্রাচ্যে ভারতের অবস্থান দুর্বল করে দিতে পারে।
চুক্তির শর্ত অনুযায়ী, সৌদি বা পাকিস্তানের যেকোনো একটি আক্রান্ত হলে, উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এতে ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযান চালাতে চায়, তবে সৌদির সামরিক জবাবের ঝুঁকি বাড়বে।
এছাড়া ৯০ লাখ ভারতীয় সৌদিতে কাজ করায়, এ সমঝোতা অর্থনৈতিক দিক থেকেও দিল্লিকে চাপে ফেলতে পারে। সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে রিয়াদ। ফলে, ‘ইসলামী ন্যাটো’র সম্ভাব্য উত্থান ভারতের ভূ-রাজনৈতিক হিসাব পাল্টে দিতে পারে।
মন্তব্য করুন: