[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

গ্রেটা থুনবার্গকে 'ঝামেলাবাজ' আখ্যা দিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ইসরায়েল ফিলিস্তিনপন্থী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে গাজামুখী ফ্লোটিলা অভিযানে অংশ নেওয়ার অভিযোগে আটক করে এবং পরে দেশ থেকে নির্বাসিত করে। এই ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রেটাকে কড়া সমালোচনা করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সে একজন ঝামেলা সৃষ্টিকারী, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তার ডাক্তার দেখানো উচিত।”

ট্রাম্প আরও বলেন, “সে কি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছে না? এখন সে অন্য কিছু নিয়ে মেতে উঠেছে। তাকে আপনারা রাখতে পারেন।”

গ্রেটা থুনবার্গ ও অন্যান্য কর্মীদের আটকের পর ইসরায়েল তাদের গ্রিসে পাঠিয়ে দেয়। সোমবার  তারা এথেন্স পৌঁছান। উল্লেখ্য, গ্রেটা পরিবেশ আন্দোলনের আন্তর্জাতিক প্রতীক হলেও ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য মাঝেমধ্যে রাজনৈতিক বিতর্কে জড়াচ্ছেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর