[email protected] মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
২২ আশ্বিন ১৪৩২

ইরানের হাতে আসছে রুশ অস্ত্র, মধ্যপ্রাচ্যে কী হতে যাচ্ছে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ফাঁস হওয়া রোস্টেক-নথিতে দেখা গেছে, রাশিয়া ইরানকে ৬ বিলিয়ন ইউরো মূল্যের ৪৮টি সু-৩৫ যুদ্ধবিমান সরবরাহের চুক্তি করেছে যেগুলি ২০২৬–২০২৮ সালের মধ্যে ডেলিভারি হওয়ার কথা।

নথিতে আরও বলা হয়েছে, রুশ প্রকৌশলী ২০২৪ সাল থেকেই ইরানে গিয়ে এসব ড্রাইভট্রেন ও সংযোজন প্রকল্প তদারকি করছেন; ভবিষ্যতে ইরান ৪৮ থেকে ৭২টি পর্যন্ত ফাইটার নিজ দেশে তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে।

সু-৩৫ অত্যাধুনিক রাডার, বহু-ভূমিকা সক্ষমতা ও আকাশে আধিপত্য স্থাপনের ক্ষমতা রাখায় এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। গত জুনে ইরানের আইআরজিসি ড্রোন-প্রতিরোধে শক্তি প্রদর্শনের পর এখন সরাসরি আধুনিক ফাইটার জেট পেলে পরিস্থিতি ইসরায়েলের জন্য সংকটজনক হবে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন, খোদারাশির এই অস্ত্র সরবরাহ বাস্তবায়িত হলে ২০২৭ সালের মধ্যে ইরানের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠিত হতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর