তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে ভয়াবহ তুষারঝড়ে আটকে পড়েছেন অন্তত এক হাজার পর্যটক ও পর্বতারোহী। এখন পর্যন্ত ৩৫০ জনকে উদ্ধার করে নিরাপদে কিউডাং শহরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। আটকে পড়াদের উদ্ধারে শত শত স্থানীয় বাসিন্দা ও ‘ব্লু স্কাই রেসকিউ’ দলের সদস্যরা কাজ করছেন।
প্রায় ৪,৯০০ মিটার উচ্চতায় ক্যাম্প স্থাপন করেছিলেন পর্যটকরা। হঠাৎ শুরু হওয়া প্রবল তুষারপাত ও তীব্র ঠাণ্ডার কারণে বেশ কয়েকজন হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁবুগুলো ভেঙে পড়ায় দ্রুত উদ্ধার অভিযান চালাতে হচ্ছে।
পর্যটন কর্তৃপক্ষ এভারেস্টে ভ্রমণ ও টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ করেছে। এদিকে আশপাশের অঞ্চলে টাইফুন ও ভূমিধসে প্রাণহানিও ঘটেছে।
বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে এত ভয়াবহ আবহাওয়া আগে দেখা যায়নি। এটি জলবায়ু পরিবর্তনের একটি দৃষ্টান্ত হতে পারে।
মন্তব্য করুন: