[email protected] সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২১ আশ্বিন ১৪৩২

ওমরাহ পালনকারীদের যে সুখবর দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

সৌদি আরব ঘোষণা দিয়েছে, এখন থেকে যেকোনো ধরনের ভিসাধারীরাই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্ত সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

ব্যক্তিগত, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট এবং কাজের ভিসাসহ সব ভিসাধারীরা ওমরাহ করতে পারবেন। মুসলিম বিশ্বের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া ‘নুসুক ওমরাহ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যেখানে ওমরাহর প্যাকেজ নির্বাচন ও ইলেকট্রনিক অনুমতির সুবিধা মিলবে। এতে ভ্রমণ ও সেবার সময়ও নিজের মতো নির্ধারণ করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের নিরাপদ, সহজ ও শান্তিপূর্ণ ওমরাহ নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর