ভারতের ওড়িশা রাজ্যের কাটক শহরে দুর্গাপূজা বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়েছে। শুক্রবার রাতে দরগাহ বাজার এলাকায় উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিরোধের জেরে সহিংসতা শুরু হয়। ছাদ থেকে পাথর ছোড়া ও পাল্টা হামলায় শহরের উপ-পুলিশ কমিশনারসহ কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে। প্রশাসন ড্রোন ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করছে। সহিংসতা ঠেকাতে রবিবার সন্ধ্যা ৭টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ ও ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার।
এদিকে, বিশ্ব হিন্দু পরিষদ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র্যালি করলে আরও উত্তেজনা ছড়ায়। দোকান ভাঙচুর ও আগুন ধরানোর ঘটনাও ঘটেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মজিহ শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন: