আরব সাগরে বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। যার মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও খনিজ রপ্তানির সুযোগ সৃষ্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানায়, বেলুচিস্তানের পাসনিতে বাণিজ্যিক বন্দরের পরিকল্পনা তুলে ধরা হয় শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মার্কিন সফরে।
প্রস্তাব অনুযায়ী, বন্দর পরিচালনার অধিকারও পাবে যুক্তরাষ্ট্র।
এই উদ্যোগে উদ্বিগ্ন ভারত, কারণ এটি ইরান ও ভারতের ঘাঁটির খুব কাছেই। বিশেষজ্ঞরা বলছেন, এতে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। পাকিস্তান বলছে, এটি সম্পূর্ণ বাণিজ্যিক প্রকল্প, কোনো সামরিক উদ্দেশ্য নেই। তবে ভারত একে ভিন্নভাবে দেখছে।
১২০ কোটি ডলারের এই যৌথ প্রকল্পে থাকবে রেল সংযোগ, এবং যুক্তরাষ্ট্রের জন্য বিরল খনিজ সংগ্রহের নতুন পথ খুলবে। এতে চীনের উপর নির্ভরতা কমাতে পারবে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন: